নির্বাচনের দাবি প্রত্যাখ্যাত হলে আন্দোলনের চিন্তা বিএনপির

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৫, ০৭:৩২ পিএম

নির্বাচনের দাবি প্রত্যাখ্যাত হলে আন্দোলনের চিন্তা বিএনপির

ফাইল ছবি

এ বছরই ভোটের দাবিতে সমমনা দলগুলো একমত বলে জানিয়েছে বিএনপি। সরকার নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করলে আন্দোলনের চিন্তা করবে বলেও জানায় দলটি। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, জাতীয় ঐক্য, নির্বাচন ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো দলের সঙ্গে দ্বিমত নেই। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এ কথা বলেন। খবর ইন্ডিপেন্ডেন্ট টিভি।

জাতীয় ঐক্য, নির্বাচন ও রাষ্ট্র সংস্কারসহ নানা বিষয়ে বিএনপির সাথে আলোচনা চলছে সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের। এরই ধারাবাহিকতায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেছে খেলাফত মজলিস।

ঘণ্টাখানেক বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন দুই দলের নেতারা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনটা আন্দোলনের একটা অংশ বলে আমরা মনে করি। দাবি অগ্রাহ্য হলে, অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন সংগ্রাম তো হয়ই। অতীতেও হয়েছে। এখন যে সংস্কার আমরা করব, আগামী ২ বছর পরে আমরাই হয়ত সেই সংস্কারের আরেকটা করতে চাইব।’

খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদির বলেন, ‘বিভেদ না ঐক্য? জাতির স্বার্থে আজকে ঐক্য হওয়া একটা জরুরি বিষয় বলে আমরা মনে করি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তাব করা হয়।’

এদিকে দেশে ফিরে আসা যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ড. মঈন খান। এ সময় তিনি বলেন, ‘যারা জনগণের জন্য রাজনীতি করে, যারা অতীতে একদলীয় বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বহুদলীয় সরকার এ দেশে ফিরিয়ে এনেছিল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে। আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছর যাবত বাংলাদেশের মানুষের সঙ্গে বেঈমানি করেছে।’

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে সংকট অনেকটাই কেটে যাবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই আন্দোলনকে ড্রাইভ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা কিন্তু সংস্কারের জন্য আমাদের ৩১ দফা নিয়ে জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আগামী দিনে সেটা জাতীয় সরকারের মাধ্যমে করা হবে। তারেক রহমান সাহেব নিজেই সে ঘোষণা দিয়েছেন। এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ।’

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও পরামর্শ দেন বিএনপি নেতারা।

Link copied!