সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:২৬ পিএম
ছবি: সংগৃহীত
আজকাল লেনদেনে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে অনেক। কেনাকাটা থেকে শুরু করে বিল পরিশোধ—সব ক্ষেত্রেই কার্ড আমাদের জীবনকে সহজ করেছে। তবে এর সঙ্গে বেড়েছে প্রতারণার ঝুঁকিও। অচেনা ফোনকল, ভুয়া ওয়েবসাইট বা অ্যাপ, ফিশিং লিংক—যেকোনো ফাঁদে পা দিলেই আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। তাই কার্ড ব্যবহারে সচেতন হওয়াই সবচেয়ে জরুরি। জেনে নিন কীভাবে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করলে ঝুঁকি কমানো সম্ভব।
১. ওটিপি ও পিন কখনো শেয়ার করবেন না
ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান কখনোই আপনার ওটিপি বা পিন চাইবে না। কেউ চাইলে বুঝবেন প্রতারণার ঝুঁকি আছে।
২. অচেনা লিংক ও অ্যাপ থেকে দূরে থাকুন
মেসেজ বা ই–মেইলে পাওয়া লিংক বা অ্যাপ ডাউনলোডের অনুরোধে সাড়া দেবেন না। এসবের মাধ্যমে আপনার কার্ডের তথ্য চুরি হতে পারে।
৩. লেনদেনের নোটিফিকেশন চালু রাখুন
কার্ড দিয়ে প্রতিবার লেনদেনের সঙ্গে সঙ্গে এসএমএস বা অ্যাপ নোটিফিকেশন এলে দ্রুত বুঝতে পারবেন কোনো অনাকাঙ্ক্ষিত লেনদেন হয়েছে কি না।
৪. নিয়মিত হিসাব মিলিয়ে নিন
প্রতি সপ্তাহ বা মাসে একবার অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও ব্যালান্স চেক করুন। অস্বাভাবিক লেনদেনের মতো কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যাংককে জানান।
৫. লেনদেনের সীমা নির্ধারণ করুন
সুযোগ থাকলে কার্ডে প্রতিদিন বা মাসিক সর্বোচ্চ খরচের সীমা বেঁধে দিন। এতে বড় ক্ষতি হবে না।
৬. অটো–পে সেটিংসে সতর্ক থাকুন
শুধু বিশ্বস্ত প্রতিষ্ঠানকেই কার্ড সংযোগ দিন। অটো-ডেবিট ব্যবহারের আগে ভালোভাবে যাচাই করে নিন।
৭. নিরাপদ প্রযুক্তি ব্যবহার করুন
চিপ বা কন্ট্যাক্টলেস (এএফসি) প্রযুক্তির সুবিধাযুক্ত কার্ড তুলনামূলক নিরাপদ। সম্ভব হলে সে ধরনের কার্ড ব্যবহার করুন।
৮. একাধিক অ্যাপে একই কার্ডের তথ্য দেবেন না
ঝুঁকি কমাতে সীমিতসংখ্যক সেবায় কার্ড ব্যবহার করুন।
৯. ব্যাংকের জরুরি নম্বর হাতের কাছে রাখুন
অস্বাভাবিক লেনদেন দেখলেই দ্রুত কার্ড ব্লক করতে পারবেন।
১০. সাইবার নিরাপত্তা মেনে চলুন
পাসওয়ার্ড জটিল রাখুন, টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন এবং নিরাপদ ইন্টারনেট সংযোগে লেনদেন করুন।
সচেতনতার অভাবে মুহূর্তেই বড় ক্ষতির শিকার হতে পারেন। তাই ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকুন, নিজেকে ও নিজের অর্থকে সুরক্ষিত রাখুন।