ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:১৯ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক বই খোলা হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই শোক বইতে স্বাক্ষর শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, এই শোক বইতে স্বাক্ষর করতে পারবেন কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে। আজ ছাড়াও আগামীকাল ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশান কার্যালয়ে এই শোক বই স্বাক্ষর কর্মসূচি চলবে।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে গুলশান ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের প্রতিটি দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।