প্রবাসী, নির্বাচনে নিয়োজিত ও সরকারি চাকরিজীবীরা ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন

বাসস

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:১৬ পিএম

প্রবাসী, নির্বাচনে নিয়োজিত ও সরকারি চাকরিজীবীরা ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী এবং দেশের অভ্যন্তরের তিন ক্যাটাগরির ভোটারদের নিবন্ধনের সময়সীমা আমরা ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছিলাম। প্রবাস থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে যারা এখনো পর্যন্ত নিবন্ধন করতে পারেননি এবং বিশেষ করে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এখনো নিবন্ধন কমপ্লিট করতে পারছেন না, তারা আমাদের বারবার করে অনুরোধ করছেন যে, আমরা যেন একটু সময়টা বাড়িয়ে দেই। সেইটা বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, নিবন্ধন আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। ৫ জানুয়ারি ২০২৬ এর মধ্যরাত পর্যন্ত এটা চলমান থাকবে।

তিনি আরো বলেন, এরপর সময় বাড়ানোর আর সুযোগ থাকবে না।

এরআগে গত ২৪ ডিসেম্বর কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইসি।

মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী ১০ লাখ ৫১ হাজার ৬২৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

Link copied!