ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দেশের গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোকবার্তা দেন সাকিব আল হাসান। তিনি লেখেন, `বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।`
সাবেক এই প্রধানমন্ত্রী দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন উল্লেখ করে সাকিব আরও লেখেন, `তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।`
সাকিব আল হাসানের পাশাপাশি তাঁর স্ত্রী উম্মে শিশিরও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, `খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি দেশ ও জনগণের জন্য অসাধারণ কাজ করেছেন। তার ভালোবাসা, নিষ্ঠা এবং ত্যাগের জন্য বাংলাদেশের মানুষ তাকে সর্বদা স্মরণ করবে।`