বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়েলস। মাঠের উত্তেজনার পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে—এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল কত প্রাইজমানি পাবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, বিপিএল ২০২৬-এ প্রাইজমানি ও ব্যক্তিগত পুরস্কারের অঙ্ক আগের আসরের তুলনায় বাড়ানো হয়েছে।
বিসিবি ঘোষিত তথ্য অনুযায়ী, এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৫০ লাখ টাকা, যা গত বছরের তুলনায় ৫০ লাখ টাকা বেশি। অন্যদিকে, রানার্স-আপ দলকে দেওয়া হবে ১ কোটি ৫০ লাখ টাকা।
দলীয় পুরস্কারের পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও থাকছে আর্থিক স্বীকৃতি। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য বরাদ্দ রয়েছে ৫ লাখ টাকা। একই অঙ্কের পুরস্কার দেওয়া হবে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারকে। এছাড়া সেরা ফিল্ডার এবং উদীয়মান খেলোয়াড়—এই দুই ক্যাটাগরির বিজয়ীরা পাবেন ৩ লাখ টাকা করে।
সব মিলিয়ে, এবারের বিপিএলে বাড়তি প্রাইজমানি যোগ করেছে টুর্নামেন্টের উত্তেজনা ও প্রতিযোগিতার মাত্রা।