ছবি : সংগৃহীত
দেশের ক্রিকেটের অনিশ্চিত সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিকে বাংলাদেশ ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে, অন্যদিকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান।
শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের দীর্ঘ সভা শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বোর্ড পরিচালক আমজাদ হোসেন।
তিনি বলেন, সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে বোর্ডে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে তার ফেরার ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। সাকিবকে শারীরিকভাবে ফিট থাকতে হবে এবং খেলার জন্য তার সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যেখানে খেলা হবে, সেই ভেন্যুতে তার উপস্থিত থাকার সক্ষমতাও থাকতে হবে। এসব শর্ত পূরণ হলে নির্বাচক কমিটি যেকোনো সিরিজের জন্য তাকে বিবেচনা করতে পারবে।
তবে বোর্ড থেকে ইতিবাচক সাড়া মিললেও সাকিবের নিয়মিত খেলা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তার বিরুদ্ধে থাকা ব্যক্তিগত ও আইনি বিষয়গুলো সরকার কীভাবে দেখবে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের খেলার পথে যেসব বাধা রয়েছে, সেগুলো নিয়ে সভাপতিই সরকারের সঙ্গে আলোচনা করবেন।
আমজাদ হোসেন বলেন, সাকিবের ব্যক্তিগত ও আইনি বিষয়গুলো সরকারের দেখার বিষয়। সরকার চাইলে তাকে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে পারে, সেটি বিসিবির সিদ্ধান্ত নয়। তবে বোর্ডের পক্ষ থেকে সাকিবকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করা হয়েছে।
দেশের ভেতরে সাকিবের প্রত্যাবর্তনের ক্ষেত্রে এখনও বড় বাধা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং ২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরের জুলাই-আগস্টে সরকার পতনের পর তিনি আর দেশে ফিরতে পারেননি। পরে নিরাপত্তা শঙ্কায় দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলাও সম্ভব হয়নি।
এদিকে দেশের বাইরের টুর্নামেন্টে সাকিবের খেলার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে বিসিবি। প্রয়োজন অনুযায়ী তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে বলে জানান বোর্ড পরিচালক।