অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রথম সাফ নারী ফুটসাল শিরোপা জিতল সাবিনারা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ০২:২০ পিএম

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রথম সাফ নারী ফুটসাল শিরোপা জিতল সাবিনারা

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 

রোববার টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়ে শিরোপা জেতে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটসাল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ছয় ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করে সাত দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। থাইল্যান্ডের হুয়া মাক ইনডোর স্টেডিয়ামে আত্মবিশ্বাসী পারফরম্যান্সে মাঠে নামে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধেই ৬-১ গোলের লিড নেয় দলটি। অধিনায়ক সাবিনা খাতুন দুই অর্ধে দুটি করে মোট চারটি গোল করেন। লিপি আক্তার করেন হ্যাটট্রিক।

ম্যাচের চতুর্থ মিনিটে মাসুরা পারভীনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দুই মিনিটের মধ্যেই সাবিনার গোলে সমতায় ফেরে দল। ১৪ মিনিটে আবারও গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন সাবিনা। এরপর কৃষ্ণা রানী, নওসন জাহান এবং লিপি আক্তারের জোড়া গোলে ব্যবধান বাড়িয়ে ৬-১ নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সাবিনারা। ২৩ মিনিটে সাবিনার গোল দিয়ে শুরু হয় গোল উৎসব। এরপর সুমাইয়া, নিলুফা ইয়াসমিন নীলা, মেহেরুন আক্তর, লিপি আক্তার ও কৃষ্ণা রানীর গোলে স্কোরলাইন বড় হতে থাকে। ম্যাচের শেষ দিকে মাসুরা পারভীন আরও দুটি গোল করেন। মালদ্বীপের হয়ে একটি সান্ত্বনার গোল করেন মারিয়াম নুরা।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে দলটি। পরে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-৩ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে ফাইনালের আগেই শিরোপার পথে নিজেদের অবস্থান শক্ত করে।

অপরাজিত থেকে প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দক্ষিণ এশিয়ার ফুটসালে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ নারী দল।

Link copied!