পাকিস্তানি গণমাধ্যমের দাবি

বাংলাদেশ না খেললে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ০২:৩৬ পিএম

বাংলাদেশ না খেললে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে

ছবি: সংগৃহীত

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে যাওয়ার জন্য অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ যদি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে। আজ (বৃহস্পতিবার)পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ সংস্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ মেনে না নেয়, তবে পাকিস্তানও এই ইভেন্ট বয়কটের সিদ্ধান্ত নিতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত শঙ্কা উল্লেখ করে আইসিসিকে চিঠি দেয়। চিঠিতে বাংলাদেশ তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজন করার দাবি জানিয়েছিল। প্রতিবেশী ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে এই নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে চলতি বছরের আইপিএলে চুক্তি স্বাক্ষর করার পরও বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হয় এবং বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলার দাবি জানানো হয়।

বুধবার (২১ জানুয়ারি) আইসিসি সদস্য দেশগুলোর সঙ্গে ভার্চুয়াল সভার পর বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপরও বিসিবি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে, তারা ভারতে যেতে রাজি নয়।

এই পরিস্থিতিতে বাংলাদেশ দুটি বিকল্পের মুখোমুখি—দাবি প্রত্যাহার করে বিশ্বকাপে অংশগ্রহণ করা, অথবা ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্ট বর্জন করা। বর্জনের ক্ষেত্রে অন্য কোনো দলকে টাইগারদের প্রতিস্থাপন করা হবে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির কাছে আরও সময় চেয়েছেন, বাংলাদেশ সরকারও আজ খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করবে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দলের অধিকাংশ সিনিয়র খেলোয়াড় বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষেই মত দিয়েছেন।

আইসিসি জানিয়েছে, কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি না থাকলে সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের আইসিসি ইভেন্টের স্বচ্ছতা ও মর্যাদা ঝুঁকির মুখে পড়তে পারে এবং এমন সিদ্ধান্ত একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে।

Link copied!