জরিপ: জকসুর ভিপি-জিএস পদে এগিয়ে রাকিব ও খাদিজা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:১৯ পিএম

জরিপ: জকসুর ভিপি-জিএস পদে এগিয়ে রাকিব ও খাদিজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্রেক্ষাপটে সম্প্রতি পরিচালিত এক জরিপে ভিপি ও জিএস পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় গবেষণা সংস্থার উদ্যোগে পরিচালিত জরিপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০০ জন শিক্ষার্থীর মতামত নেওয়া হয়। জরিপে শিক্ষার্থীদের ভোটের প্রবণতা ও প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করা হয়।

ফলাফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রদল, ছাত্রঅধিকার ও সাধারণ শিক্ষার্থী সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী মো. রাকিব (একেএম রাকিব) ৪৩ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩৩ শতাংশ সমর্থন।

জিএস পদে একই প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা ৫৯ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে অবস্থান করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলিম আরিফ। এ ছাড়া জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের প্রার্থী মো. ফয়সাল মুরাদ ২১ শতাংশ সমর্থন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

এজিএস পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল ৪২ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৩৫ শতাংশ এবং ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের প্রার্থী মো. শাহীন মিয়া পেয়েছেন ২৩ শতাংশ সমর্থন।

জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা মূলত প্রার্থীদের কর্মসূচি, ক্যাম্পাসে সক্রিয়তা এবং শিক্ষার্থীদের কল্যাণে পূর্ববর্তী ভূমিকার ভিত্তিতে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। তবে কিছু শিক্ষার্থী ব্যক্তিগত পরিচিতি ও দলীয় আনুগত্যকেও ভোটের ক্ষেত্রে বিবেচনায় রাখবেন বলে জরিপে উল্লেখ করা হয়।

Link copied!