জানুয়ারি ২২, ২০২৬, ০১:০৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়, ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা সময়েও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ‘শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়। ওই সময় হাতে গোলাপ ও মুখে বন্ধুত্বের স্লোগানের মাধ্যমে ভবিষ্যতে সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিলেন উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে সেই অঙ্গীকার এক মাসও স্থায়ী হয়নি। গত ১০ ডিসেম্বর আবারও দুই কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করা হয়।