ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:২২ পিএম
ছবি: সংগৃহীত
দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করলো রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ বলে ১০১ রানের অপরাজিত সেঞ্চুরি করেন, আর মুশফিকুর রহিম ৩১ বলে ৫১ রানের অর্ধশতক হাঁকান।
আজ (শুক্রবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা সিলেট টাইটানস শুরুতেই ঝড়ো সূচনা করেন সাইম আইয়ুব। তবে ২৮ রানে বোল্ড হন বিনুরার বলে, ২০ রানে স্টাম্পিংয়ে ফেরেন জাজাই। ওপেনার রনি তালুকদার ৪১ রান করে থামেন, তাকে বোল্ড করেন সন্দীপ লামিচানে। এরপর পারভেজ ইমন ও আফিফ ধ্রুব দলের সংগ্রহকে শক্তিশালী করেন। ইমন ৩৩ বলে ৬৫ রানে দুর্দান্ত ইনিংস খেলেন, আফিফ রানআউট হওয়ার আগে ৩৩ রান যোগ করেন। নির্ধারিত ওভারে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান।
জবাবে রাজশাহী দ্রুত ৮ রানে এক উইকেট হারায়, তানজিদ তামিম বিদায় নেন। ২০ রানে ফেরেন শাহিবজাদা। এরপর শান্ত ও মুশফিক ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। শান্তকে নির্বাচিত করা হয় ম্যাচসেরা।
এর আগে বিপিএলের দ্বাদশ আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ২৫ হাজার বেলুন উড়িয়ে ও ডে-লাইট ফায়ারওয়ার্কের মাধ্যমে উৎসবমুখর আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়।