খালেদা জিয়ার দাফন প্রস্তুতি চলছে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:১৩ পিএম

খালেদা জিয়ার দাফন প্রস্তুতি চলছে

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের নিকটেই সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আজ মঙ্গলবার বিকেল থেকে সেখানে প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে।’

বিকেলে জিয়া উদ্যান এলাকায় সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কবরস্থানের স্থান নির্ধারণ ও পরিমাপের কাজ চলমান রয়েছে। সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষের প্রবেশ আপাতত সীমিত রাখা হয়েছে। এ সময় কবর খননের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও শ্রমিকদেরও উপস্থিত থাকতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। বেগম খালেদা জিয়ার প্রয়াণকে কেবল একজন রাজনীতিকের মৃত্যু হিসেবে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন দৃঢ় অবস্থানের প্রতীক। তার চলে যাওয়ায় রাজনীতি হারালো এক প্রভাবশালী ও শক্তিশালী কণ্ঠস্বর।

Link copied!