ছবি: সংগৃহীত
ওজন কমানোর জনপ্রিয় ওষুধ উইগোভির ট্যাবলেট সংস্করণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (এফডিএ)। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভো নরডিস্ক জানিয়েছে, এটি ওজন কমানোর জন্য অনুমোদিত এ ধরনের প্রথম ট্যাবলেট, যা গত সোমবার এফডিএর সবুজ সংকেত পেয়েছে। এর ফলে ওজন কমানোর চিকিৎসায় নতুন একটি অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নোভো নরডিস্কের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ডাউস্টডার এক বিবৃতিতে বলেন, উইগোভি ট্যাবলেট অনুমোদনের মাধ্যমে রোগীরা এখন দৈনিক একবার খাওয়ার বড়ির সুবিধা পাবেন, যা মূল উইগোভি ইনজেকশনের মতোই ওজন কমাতে কার্যকর হবে। এর আগে এফডিএ ডায়াবেটিসের চিকিৎসায় এ ধরনের ওষুধ ব্যবহারের অনুমোদন দিলেও নতুন সিদ্ধান্তের ফলে এখন চিকিৎসকরা ওজন কমানোর জন্যও ওষুধটি প্রেসক্রাইব করতে পারবেন।
সাম্প্রতিক বছরগুলোতে জিএলপি-১ ভিত্তিক ওজেম্পিক, উইগোভি ও মাউঞ্জারোর মতো ক্ষুধা কমানো ওষুধগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এসব ওষুধ ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে ওজন কমানো তুলনামূলক সহজ হয়।
নোভো নরডিস্ক জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালে উইগোভি ট্যাবলেট ব্যবহারকারীদের গড় ওজন ১৬ দশমিক ৬ শতাংশ কমেছে। প্রায় এক হাজার ৩০০ অংশগ্রহণকারীর মধ্যে এক-তৃতীয়াংশের ক্ষেত্রে ২০ শতাংশ বা তার বেশি ওজন হ্রাস লক্ষ্য করা গেছে। প্রতিষ্ঠানটি আশা করছে, ২০২৬ সালের জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে ট্যাবলেট সংস্করণটি পাওয়া যাবে।
এদিকে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ওজন কমানোর কিছু ওষুধের দাম কমানোর বিষয়ে নোভো নরডিস্ক ও এলি লিলি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি হয়েছে। চুক্তির আওতায় দাম কমানোর বিনিময়ে প্রতিষ্ঠান দুটিকে শুল্কসংক্রান্ত নিশ্চয়তা দেওয়া হবে।
চুক্তির আগে যুক্তরাষ্ট্রে এসব ওষুধ কিনতে মাসে এক হাজার ডলারের বেশি খরচ হওয়ার কথা ছিল। তবে নতুন ব্যবস্থার ফলে মুখে খাওয়ার এই ওষুধটি শুরুতে প্রায় ১৫০ ডলারে পাওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। বিবিসি।