ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে—
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। এ বছরের মোট ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৬,৬২৭ জন।