ডায়াবিটিসের প্রভাব পড়ছে দাঁত ও মাড়িতেও, জানুন কী ভাবে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:১১ পিএম

ডায়াবিটিসের প্রভাব পড়ছে দাঁত ও মাড়িতেও, জানুন কী ভাবে

ছবি: সংগৃহীত

ডায়াবিটিস শুধু রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে না, এর প্রভাব পড়ে শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গের পাশাপাশি দাঁত ও মাড়ির স্বাস্থ্যের উপরও। বর্তমানে ঘরে ঘরে ডায়াবিটিস রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে টাইপ ২ ডায়াবিটিসের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকদের মতে, এই রোগের সঙ্গে ওরাল হেলথের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং ক্ষত সারতে বেশি সময় লাগে। রক্তনালীর ক্ষতির ফলে মুখের টিস্যুগুলিও ভঙ্গুর হয়ে যায়। এর ফলে ব্যাকটেরিয়ার কার্যকলাপ বাড়ে এবং নানা ধরনের মুখের সমস্যা দেখা দেয়। ডায়াবিটিসে আক্রান্তদের মধ্যে শুষ্ক মুখ, ঘন ঘন দাঁতের ক্ষয়, মাড়ির রোগ, মুখের সংক্রমণ, আলসার, স্বাদের পরিবর্তন এমনকি দাঁত পড়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মাড়ির রোগ ও অন্যান্য মুখের সংক্রমণ আবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করাও কঠিন করে তোলে। অর্থাৎ ডায়াবিটিস ও মুখের রোগ একে অপরকে প্রভাবিত করে, ফলে সমস্যা আরও জটিল আকার নেয়। প্রদাহ বাড়ে, মুখের ক্ষত সেরে উঠতে দেরি হয় এবং গ্লুকোজের মাত্রায় ঘন ঘন ওঠানামা লক্ষ্য করা যায়।

এই পরিস্থিতি থেকে রেহাই পেতে নিয়মিত দাঁত ব্রাশ করা ও ফ্লস ব্যবহার করার মতো দৈনন্দিন অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পর্যাপ্ত জল পান করে শরীর হাইড্রেটেড রাখা এবং সর্বোপরি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। ডায়াবিটিস রোগীদের জন্য বিশেষ টুথপেস্ট, মাউথওয়াশ ও ফ্লোরাইড ট্রিটমেন্ট মুখের নানা রোগ প্রতিরোধে কার্যকর হতে পারে বলেও জানানো হয়েছে।

সূত্র: এই সময়

Link copied!