ফাইল ছবি
মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর বাংলাদেশে মশাবাহিত এই রোগে মোট ৩৮৬ জনের মৃত্যু হলো।
একই সময়ে নতুন করে ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এ বছর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫৭৭, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
ডিজিএইচএস-এর তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে—
গত বছর ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
আর ২০২৩ সালে ডেঙ্গুতে ১,৭০৫ জনের মৃত্যু এবং ৩,২১,১৭৯ জন আক্রান্ত হন, যা দেশে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি হিসেবে বিবেচিত। একই বছরে ৩,১৮,৭৪৯ জন রোগী সুস্থ হয়ে ওঠেন।