ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘সুন্দরবন-১৬’ ধাক্কা মেরে মাটি বোঝাই ‘কাশফা স্নেহা’ বাল্কহেড ডুবিয়েছে। এই দুর্ঘটনায় বাল্কহেডের কেবিনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (শুক্রবার) সকাল ৭টার দিকে ফতুল্লা ধর্মগঞ্জের আফসার ফিলিং স্টেশনের কাছে বাল্কহেডটি ঘাটে নোঙর করা ছিল। ঘন কুয়াশার কারণে লঞ্চচালক বাল্কহেডটি দেখতে পাননি এবং পেছন থেকে ধাক্কা মারে। এতে বাল্কহেডটি মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। অন্য তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
পাগলা নৌপুলিশ ফাঁড়ির ওসি আকিবুল ইসলাম ও ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, নিখোঁজ দুই শ্রমিকের উদ্ধারে অভিযান চলছে এবং দুর্ঘটনার কারণ ঘন কুয়াশা হতে পারে।