অক্টোবর ১, ২০২৫, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত
শাটডাউন ঠেকাতে পারল না যুক্তরাষ্ট্র। ফলে মার্কিন ফেডারেল সরকারের কার্যক্রম আপাতত বন্ধ হয়ে গেছে। সিনেটররা শেষ মুহূর্তের তহবিল বিল পাস করতে ব্যর্থ হওয়ায় সাত বছরের মধ্যে প্রথমবার শাটডাউন দেখল যুক্তরাষ্ট্র।
সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকেই মার্কিন ফেডারেল সরকারের শাটডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শেষ মুহূর্তে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা একে অপরের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বিল প্রত্যাখ্যান করার কারণেই এমন শাটডাউনে চলে গেছে মার্কিন সরকার।
রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট সরকারি ব্যয় বিল পাস করতে ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টা পরই এই শাটডাউন শুরু হলো। ২০১৮ সালের পর এটিই প্রথম সরকারি শাটডাউন। ফলে এখন লাখে কর্মী অবৈতনিক ছুটিতে থাকবেন এবং অনেক সরকারি কর্মসূচি ও পরিষেবা বন্ধ হয়ে যাবে।
এই পরিস্থিতির জন্য ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা একে অপরকে দোষারোপ করা শুরু করেছে। ডেমোক্র্যাটরা জোর দিয়ে বলেছেন, যেকোনো ব্যয় বিলের মধ্যে অতিরিক্ত স্বাস্থ্যসেবা ভর্তুকি অন্তর্ভুক্ত করা উচিত, অন্যদিকে রিপাবলিকানরা বলছেন দুটি বিষয় আলাদাভাবে মোকাবিলা করা উচিত।
এদিন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, এই শাটডাউনে তিনি এমন কিছু পদক্ষেপ নিতে পারেন, যা ডেমোক্র্যাটদের জন্য ‘খারাপ’ হবে। তার ভাষায়, ‘আমরা এমন কিছু করতে পারি যা তাদের পছন্দের মানুষকে বাদ দেবে, তাদের পছন্দের কর্মসূচি বাতিল করবে। এগুলো তাদের জন্য খারাপ হবে।’ এ ছাড়া সরকারের কার্যক্রম বন্ধ হলে অনেক ভালো দিকও আসতে পারে বলে জানান ট্রাম্প।