বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদকে আগামিকাল রবিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। শনিবার সাহাবুদ্দীন আহমদের ছোট ছেলে সোহেল আহমদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোহেল আহমদ জানান, বিকেল ৪টার দিকে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গ্রামের বাড়িতে। সেখান থেকে রাজধানীর গুলশানের বাসভবনে আনার পর রাতে সিএমইচে মরদেহ রাখা হবে। আগামিকাল রবিবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে প্রয়াত এই সাবেক রাষ্ট্রপতিকে।
এর আগে,শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
বিচারপতি সাহাবুদ্দীন আহমদ গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সাহাবুদ্দীন আহমদকে রাষ্ট্রপতি করা হয়।
১৯৯০ সালের ১৪ জানুয়ারি সাহাবুদ্দিন আহমদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই বছরের ৬ ডিসেম্বর এরশাদবিরোধী গণ-আন্দোলনের মুখে তৎকালীন উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ পদত্যাগ করলে বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে উপরাষ্ট্রপতি নিয়োগ করা হয়।
একই দিন রাষ্ট্রপতি এরশাদ পদত্যাগ করে উপরাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এর ফলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি সরকার প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে তার নেতৃত্বে দেশে একটি সাধারণ নির্বাচন সম্পন্ন হয়, যা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা পায়।