ছবি: সংগৃহীত
নির্বাচনকালীন সরকারে না থাকার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁ। বুধবার উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক থেকে পোস্ট করা একটি ফটোকার্ড থেকে এ তথ্য জানা যায়।
আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁর উদ্ধৃতি দেওয়া ফটোকার্ডটিতে লেখা হয়েছে, ‘নির্বাচনকালীন সরকারে থাকছি না। রাজনীতির সাথে যারা যুক্ত তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়।’
গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এতে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে দুজন উপদেষ্টা হিসেবে স্থান পান। এদের একজন নাহিদ ইসলাম এবং আরেকজন আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁ। পরে এতে যুক্ত হন আরেক শিক্ষার্থী মাহফুজ আলম।
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের প্রক্রিয়া শুরু করলে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন। তবে অন্য দুজন ছাত্র উপদেষ্টা এখনও উপদেষ্টা পরিষদেই আছেন। তবে এই দুই উপদেষ্টা পরবর্তীতে এনসিপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেবেন বলে অনেকদিন ধরেই কানাঘুষা চলছে। তবে উপদেষ্টাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট জবাব দেওয়া হয়নি।
গত ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানান। এরপর নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।
বিএনপি নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আর জামায়াত বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোট না হলে তারা নির্বাচনে আসবে না। অন্যদিকে, এনসিপি বলছে, গণঅভ্যুত্থান আর জুলাই সনদের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন হলেই কেবল তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।