এপ্রিল ৩০, ২০২৫, ১২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যে’ ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছে ইসলামাবাদ।
কাশ্মীরের পেহেলগামে গত সপ্তাহে পর্যটকদের ওপর এক প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে। ভারত ওই হামলার সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে বলে অভিযোগ করছে।
পাকিস্তান তা অস্বীকার করে ঘটনার ‘নিরপেক্ষ আন্তর্জাতিক’ তদন্ত চাইলেও ভারতের হামলা আসন্ন ধরে নিয়ে প্রস্তুতি সাজাচ্ছে বলে এর আগে ইসলামাবাদ জানিয়েছিল।
তার মধ্যে বুধবার ভোরের আগে পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ২৪-৩৬ ঘণ্টার মধ্যে ভারতের হামলা আসন্ন এমন ইঙ্গিত দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, পেহেলগাম ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে ভিত্তিহীন ও সাজানো অভিযোগের ভিত্তিতে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছে,” তারার এমনটাই বলেছেন বলে জানিয়েছে ডন।
নিজেকে একইসঙ্গে এই অঞ্চলের ‘বিচারক, জুরি ও শাস্তিদাতা’ ভেবে নিয়ে ভারতের ‘উদ্ধত, অহঙ্কারী ও বেপরোয়া’ আচরণ ইসলামাবাদ প্রত্যাখ্যান করছে বলেও জানিয়েছেন পাকিস্তানি এ মন্ত্রী।
“পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার হয়েছে এবং এই অভিশাপের যন্ত্রণা ভালোভাবেই বোঝে। আমরা সবসময় বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছি,” বলেন তিনি।
কাশ্মীরের পেহেলগামে কী ঘটেছে, তার সত্য উদ্ঘাটনে ‘দায়িত্বশীল রাষ্ট্র’ হিসেবে পাকিস্তান ‘খোলা মনে নিরপেক্ষ বিশেষজ্ঞদের দ্বারা বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের’ প্রস্তাব দিয়েছে বলেও তারার জানান।
“দুর্ভাগ্যজনকভাবে, ঘটনার কারণ বের করার পথে না গিয়ে, ভারত অযৌক্তিক ও সংঘাতের বিপজ্জনক যে পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার পরিণতি সমগ্র অঞ্চল এবং এর বাইরের জন্যও ভয়াবহ হবে,” বলেছেন তিনি।
ভারতের যে কোনো সামরিক পদক্ষেপের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারিও পুনর্ব্যক্ত করেন তিনি।
এর আগে মঙ্গলবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, পেহেলগামে হামলার জবাব কখন, কীভাবে দেওয়া হবে সে বিষয়ে সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়া হয়েছে।
২২ এপ্রিলের ওই সন্ত্রাসী হামলায় জড়িত তিনজনকে শনাক্ত করার কথা জানিয়েছে ভারত, যাদের মধ্যে দুইজনই ‘পাকিস্তানি নাগরিক’ বলে দাবি নয়া দিল্লির।
পাকিস্তানভিত্তিক ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সশস্ত্র সংগঠনটিকে লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন মনে করে ভারত। জাতিসংঘের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় থাকা লস্কর-ই-তৈয়বার সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনীর যোগসাজশ আছে বলে নয়া দিল্লি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে।
ইসলামাবাদ এসব অভিযোগ অস্বীকার করেছে।
পেহেলগামে হামলার দায়ে পাকিস্তানকে অভিযুক্ত করে ভারত এরই মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এর পাল্টায় ইসলামাবাদও ভারতীয় বিমানের জন্য পাকিস্তানি আকাশসীমা বন্ধ, সব ধরনের বাণিজ্য ও দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত রাখারও ঘোষণা দিয়েছে।
পাকিস্তানে হামলা নিয়ে তারারের আশঙ্কার ব্যাপারে রয়টার্স ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে কোনো জবাব পায়নি।
বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিপিএ) বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে এনডিটিভি। ২০১৯ সালে পুলওয়ামায় হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও পাল্টা-কৌশল ঠিক করতে সর্বশেষ ‘সুপার কেবিনেট’ খ্যাত এই সিসিপিএ-র বৈঠক ডাকা হয়েছিল।
এদিকে টানা ষষ্ঠ রাত ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে।
ভারতের সেনাবাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার মধ্যরাতের দিকে জম্মু ও কাশ্মীরের পারগাওয়াল সেক্টরসহ সীমান্তের বেশকিছু এলাকায় পাকিস্তানি সেনাদের ‘বিনা উসকানিতে’ চালানো গুলির ‘যথাযথ জবাব’ দিয়েছে।
এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেনি তারা কোনো হতাহতেরও খবর দেয়নি। এ প্রসঙ্গে জানতে চেয়ে রয়টার্স পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তারা সাড়া দেয়নি।
দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা প্রশমনে চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহল।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদাভাবে ফোনে কথা বলে ‘সংঘাত এড়াতে’ অনুরোধ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রও উত্তেজনা আর না বাড়াতে দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শিগগিরই ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গেছে।
যুক্তরাজ্য তাদের দেশে থাকা ভারতীয় ও পাকিস্তানিদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তারা জরুরি কাজ ছাড়া জম্মু ও কাশ্মীর ভ্রমণ না করতেও নাগরিকদের অনুরোধ করেছে।