রাশিয়া ৩ দিক থেকে ইউক্রেনকে ঘিরে ফেলেছে, বুধবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১১:০৩ পিএম

রাশিয়া ৩ দিক থেকে ইউক্রেনকে ঘিরে ফেলেছে, বুধবার হামলা

ইউক্রেনকে তিনদিক থেকে রাশিয়া ঘিরে ফেলেছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, আসছে বুধবার দেশটিতে হামলা চালানোর সব ধরণের প্রস্তুতি রুশ বাহিনী সম্পন্ন করে ফেলেছে বলেও দাবি বাইডেন প্রশাসনের। খবর: বিবিসি, সিএনএন, রয়টার্স।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, হামলা শুরু হলে কোন এলাকা থেকে শুরু হতে পারে সে বিষয়ে কোনো স্পষ্ট চিত্র পাওয়া যায়নি। তবে ইউক্রেনের ওপর তিন দিক থেকে চাপ সৃষ্টি করেছে রাশিয়া। সিএনএন’র ওই প্রতিবেদনে ইউক্রেনের তিন দিকেই রাশিয়ার সামরিক সজ্জা বাড়ানোর তথ্য তুলে ধরে কোন দিক দিয়ে সম্ভাব্য আক্রমণের চেষ্টা হতে পারে সে পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে হামলা করলে চড়া মূল্য দিতে হবে

এদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলার সম্ভাবনা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের দেখাদেখি   পশ্চিমা বিশ্বের এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এর মধ্যে, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি, ইসরায়েল, নেদারল্যান্ডস, জাপানও রয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনের সীমান্তে আনুমানিক ১ লাখ সৈন্য সংগ্রহ করেছে রাশিয়া। কিন্তু আক্রমণ করার কোনো ইচ্ছা নেই বলে দেশটি জানিয়েছে। নিজেদের সীমান্ত সংলগ্ন ইউক্রেনের তিন দিকেই দিনে দিনে শক্তি বাড়িয়েছে রাশিয়া।

এমন পরিস্থিতিতে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ঘণ্টা ফোনালাপ করেন। বিস্ফোরণমুখ পরিস্থিতি এড়ানোর চেষ্টা থেকে এ আলাপ।  পশ্চিমা দেশগুলোর ‘যুদ্ধ শুরু হতে পারে’ এমন উদ্বেগের মধ্যেই ক্রিমিয়া উপদ্বীপের কাছে সমুদ্রে বড় ধরনের নৌ মহড়া করছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিসাব অনুযায়ী, সম্প্রতি ইউক্রেইন সীমান্তে লক্ষাধিক রুশ সেনা জড়ো হওয়ার খবরে খুব দ্রতই দখল অভিযান শুরু হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করতে শুরু করেছেন গোয়েন্দারা। যুদ্ধ এড়ানোর লক্ষ্যে মরিয়া কূটনৈতিক চেষ্টার মধ্যে রাশিয়ার এমন সমর সজ্জাকে ইউক্রেইনের জন্য আসন্ন হুমকি হিসেবে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতের টেলিফোন আলাপে ইউক্রেন সঙ্কটের কোনো সুরাহা হয়নি। বরং ওই আলোচনায় জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে পুতিনকে বলেছেন, হামলা চালালে মস্কোকে চড়া মূল্য দিতে হবে।

যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে-এই আশঙ্কার মধ্যে স্থানীয় সময় শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলোচনায়  বাইডেন এ হুঁশিয়ারি দেন। হোয়াইট হাউসের এক বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানা গেছে। 

তবে ইউক্রেনে হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো অহেতুক আশঙ্কা করছে বলে জানিয়েছে মস্কো। পুতিন ও বাইডেন ফোনালাপের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাশিয়ার পররাষ্ট্রনীতিবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ইউরি উশাকভ গণমমাধ্যমে বলেন, “রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অমূলক আশঙ্কা চূড়ায় পৌছেছে। অবাক করা বিষয়, রাশিয়া কবে ইউক্রেনে হামলা চালাতে পারে এমন দিন–তারিখ যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের কাছে বলে দিচ্ছে। আমরা আসলে জানি না, এমন মিথ্যা তথ্য যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তারা কোথায় পেয়েছেন।”

Link copied!