পৃথিবীর অন্যতম প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সিনেমা নির্বাচিত হয়েছে। আয়োজনে আঁ সার্তেইন রিগার্দ বিভাগে বাংলাদেশি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কান অফিশিয়াল সিলেকশনের জন্য আমন্ত্রণপত্র পেয়েছে। বাংলাদেশি সিনেমার জন্য খুশির খবর এলো বৃহস্পতিবার বিকেলে (৩ জুন)। এ দিন প্যারিসে ঘোষিত হয়েছে কান ফেস্টিভ্যালের ২০২১ কিস্তির অফিশিয়াল সিলেকশন। সেই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।
এবার বসছে কানের ৭৪তম আসর। ৬ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৭ জুলাই। ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে প্রথমে বিদেশে আলোচিত হন সাদ, যদিও সিনেমাটি বাংলাদেশে ২০১৯ সালে মাত্র একটি হলে মুক্তি পায়। প্রাইভেট মেডিকেল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প। যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবন যাপন করে। এর মধ্যে এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়। এর পর থেকে সে এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ করতে শুরু করে এবং ক্রমশ একরোখা হয়ে ওঠে। কিন্তু একই সময়ে তার ছয় বছর বয়সী মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় অনড় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচারের খোঁজ করতে থাকে।
‘রেহানা মরিয়ম নূর’ সাদের দ্বিতীয় চলচ্চিত্র
আন সার্টেইন রিগার্ড বিভাগে ছবিটি স্থান পেয়েছে। ১৯৭৮ সালে গিলস জ্যাকব এ বিভাগের সূচনা করেন। আন সার্টেইন রিগার্ড এর অর্থ ‘ভিন্ন দৃষ্টিকোণ থেকে’, এ বিভাগে অপ্রথাগত শৈলী ও গল্পকে স্বীকৃতি দেওয়া হয়। তরুণ মেধাবীদের উৎসাহিত করা হয় এ বিভাগে। ফিচার ফিল্ম হিসেবে ‘রেহানা মরিয়ম নূর’ সাদের দ্বিতীয় চলচ্চিত্র। বেশ গোপনীয়তার মাঝে বছর দু-এক ধরে ছবিটির শুটিং হয়। এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি নির্মাতা। খবরটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আবদুল্লাহ মোহাম্মদ সাদকে অভিনন্দন জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী, নুরুল আলম আতিক ও অমিতাভ রেজা চৌধুরীসহ অনেকে।
‘রেহানা মরিয়ম নূর’ এর সহপ্রযোজক রাজিব মহাজন জানিয়েছেন, আমরা গর্বিত। এটা আমাদের জন্য বিশাল অর্জন। এতোদূর যেতে পারছি, সেটা সম্ভব হয়েছে আমাদের টিমের কারণে। এমন আনন্দের খবরে সবার প্রতি কৃতজ্ঞতা।প্রশংসায় ভাসছেন এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এমন অর্জনে তিনিও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনন্দনবার্তা পাঠানো প্রত্যেককেই। তবে ‘রেহানা মরিয়ম নূর’ এর এমন অর্জনে সবাই যে কথাটি জোর দিয়ে বলছেন, সেটা হলো- ‘এ অর্জন বাংলাদেশের সিনেমার জন্য গৌরবের!’ অন্তত তারকা নির্মাতা, প্রযোজক ও অভিনেতাদের কথাগুলো যেন সেটাই বলছে
আগামী ৬ জুলাই থেকে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হবে
প্রোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব ও সাঈদুল হক খন্দকার। ছবিটির সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। ছবিটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন। সিনেমাটিতে অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে। এরই মধ্যে সিনেমাটির ইন্টারন্যাশনাল সেলস-এর জন্য জার্মানভিত্তিক সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ফিল্মস বুটিক চুক্তিবদ্ধ হয়েছে। আগামী ৬ জুলাই থেকে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হবে বিশ্বের প্রথম সারির আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব।