মে ৭, ২০২৫, ০৩:২৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বারকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখিয়েছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার (৭ মে) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক আবেদন মঞ্জুর করেন এবং তাপসকে এ মামলায় গ্রেফতার দেখানোর পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, ৩ নভেম্বর রাত ১২টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করে পুলিশ। পরে, ৬ নভেম্বর তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামে একজনকে হত্যাচেষ্টার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত আরেক মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। ঘটনার পর তিনি গুলশান থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে হত্যাচেষ্টার অভিযুক্ত করা হয়।