ডিসেম্বর ১৬, ২০২৫, ০৪:১৪ পিএম
ইংরেজি ভাষাদক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত আইইএলটিএস (IELTS) পরীক্ষায় বাংলাদেশে বড় পরিবর্তন আসছে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও আইডিপি যৌথভাবে ঘোষণা করেছে, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে দেশে আর পেপার ভিত্তিক আইইএলটিএস পরীক্ষা নেওয়া হবে না। ওই তারিখের পর পরীক্ষার্থীদের শুধু কম্পিউটার ভিত্তিক আইইএলটিএস সিডিটি (কম্পিউটার ডেলিভারড টেস্ট)পরীক্ষায় অংশ নিতে হবে।
যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে পেপার ভিত্তিক আইইএলটিএস পরীক্ষার শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬। পরদিন, অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সারা দেশে সম্পূর্ণভাবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা চালু হবে।
ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, যেসব পরীক্ষার্থীর পরীক্ষা ১ ফেব্রুয়ারি ২০২৬ এর পর নির্ধারিত ছিল, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই পেপার বেসড পরীক্ষা থেকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় স্থানান্তর করতে পারবেন। এছাড়া, যারা চাইবেন তারা শর্তসাপেক্ষে ৩১ জানুয়ারি ২০২৬ বা তার আগের কোনো পেপার ভিত্তিক পরীক্ষার তারিখেও স্থানান্তরের সুযোগ পাবেন, যদি আসন খালি থাকে। ব্রিটিশ কাউন্সিলে পেমেন্ট করা প্রার্থীদের জন্য সম্পূর্ণ টাকা ফেরতের সুবিধাও রাখা হয়েছে।
কম্পিউটার ভিত্তিক আইইএলটিএস পরীক্ষার আরেকটি সুবিধা হিসেবে জানানো হয়েছে, এই পরীক্ষার ফলাফল সাধারণত ১ থেকে ২ দিনের মধ্যেই পাওয়া যাবে। পাশাপাশি পরীক্ষার্থীরা ‘আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক’ সুবিধা ব্যবহার করতে পারবেন, যা শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য।
আইইএলটিএস পরীক্ষায় এতদিন লিসেনিং ও রিডিং অংশে বাধ্যতামূলকভাবে পেনসিল ব্যবহার করতে হতো। রাইটিং অংশে পেনসিল বা কলম দুটোর যেকোনো একটি ব্যবহারের সুযোগ ছিল।
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে লিসেনিং, রিডিং ও রাইটিং এই তিনটি অংশেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। পেনসিল ব্যবহারের সুযোগ আর থাকছে না।
ব্রিটিশ কাউন্সিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও অংশীদারদের অনুরোধ করেছে, যেন পরীক্ষার্থীদের দ্রুত এই পরিবর্তন ও বিকল্প ব্যবস্থাগুলো সম্পর্কে জানানো হয়।