প্রতীকী ছবি
সিলেট ও মৌলভীবাজারে গতকাল বুধবার গভীর রাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে। উভয় ভূমিকম্পই ছিল হালকা মাত্রার। ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, এ অঞ্চলে প্রায় প্রতি মাসেই এমন স্বল্পমাত্রার ভূমিকম্প হয়ে থাকে, তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র সূত্র জানায়, প্রথম ভূমিকম্পটি ঘটে রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে, যার উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫। পাঁচ মিনিট পর, রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩ এবং উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখা।
এর আগে গত ২১ নভেম্বর শুক্রবার এবং পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চার দফা ভূমিকম্প হয়। শুক্রবার সকালে ঢাকার প্রায় ২৫ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ওই ভূমিকম্পে ১০ জনের মৃত্যু এবং ৬ শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে।