ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তিনি এখন কোমায় আছেন: চিকিৎসক

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৩:৫৯ পিএম

ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তিনি এখন কোমায় আছেন: চিকিৎসক

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ জানিয়েছেন, শরিফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁর মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় (গভীর অচেতনাবস্থায়) আছেন।

শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে ওসমান হাদীকে ঢামেক হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁর এই অবস্থার কথা জানান।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে এক অস্ত্রধারী।

ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঢামেকে ছুটে আসেন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা।

ঢামেক হাসপাতালের সামনে তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন।

Link copied!