রাজধানীতে মা-মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০২:২৭ পিএম

রাজধানীতে মা-মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় মা-মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার দিকে বরিশালের ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, তার গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে।

এর আগে, এই হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন হিসেবে আয়েশাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার নাম-পরিচয় এবং স্বামীর পরিচয়ও জানা গেছে।

গত সোমবার সকালে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। গতকাল (মঙ্গলবার) নাটোরে তাদের দাফন সম্পন্ন হয়।

মৃত লায়লার স্বামী আজিজুল ইসলাম সোমবার রাতেই মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ কিছু মূল্যবান জিনিসপত্র হারিয়েছে।

ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যার পর একজন নারী স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। চার দিন আগে আয়েশা পরিচয় দিয়ে গৃহকর্মীর কাজ নেওয়া আনুমানিক ২০ বছর বয়সী এই তরুণীকে নিহতদের স্বজনেরা জোড়া খুনের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আদালত মঙ্গলবার নির্দেশ দিয়েছেন, এ ঘটনায় আসামি আয়েশার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ১৩ জানুয়ারির মধ্যে দাখিল করতে হবে।

Link copied!