নিজ বাড়ি থেকে ‘দ্য মাস্ক’ অভিনেতার মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৭:৪২ পিএম

নিজ বাড়ি থেকে ‘দ্য মাস্ক’ অভিনেতার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় হলিউড অভিনেতা এবং ‘দ্য মাস্ক’ খ্যাত পিটার গ্রিন আর নেই। নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডের ক্লিনটন স্ট্রিটে অবস্থিত নিজ বাসা থেকে স্থানীয় সময় শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

অভিনেতার দীর্ঘদিনের ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, নিউইয়র্ক পুলিশের প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মেডিকেল পরীক্ষার প্রতিবেদন অপেক্ষমাণ রয়েছে।

পিটার গ্রিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গ্রেগ এডওয়ার্ডস বলেন, ‘ব্যক্তিগত জীবনে নানা সংগ্রাম থাকলেও কাজের ক্ষেত্রে গ্রিন ছিলেন ভীষণ পারফেকশনিস্ট। তিনি একজন অসাধারণ মানুষ এবং আমাদের প্রজন্মের অন্যতম শক্তিশালী অভিনেতা। তাকে বন্ধু হিসেবে ভীষণ মিস করব।’

নব্বইয়ের দশকে ভয়ংকর, জটিল ও রহস্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন পিটার গ্রিন। কুয়েন্টিন টারান্টিনোর কাল্ট ক্লাসিক সিনেমা ‘পাল্প ফিকশন’-এ নিষ্ঠুর চরিত্র ‘জেড’ হিসেবে তার অভিনয় আজও দর্শকদের মনে দাগ কেটে আছে।

এ ছাড়া ‘দ্য মাস্ক’ সিনেমায় জিম ক্যারি ও ক্যামেরন ডিয়াজের বিপরীতে ডোরিয়ান টাইরেল চরিত্রে তার উপস্থিতি ছিল দর্শকনন্দিত ও স্মরণীয়।

তার উল্লেখযোগ্য কাজের তালিকায় আরও রয়েছে ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’, ‘ট্রেনিং ডে’, ‘ব্লু স্ট্রিক’, ‘লজ অব গ্র্যাভিটি’সহ একাধিক জনপ্রিয় সিনেমা।

দীর্ঘ অভিনয় জীবনে পিটার গ্রিন প্রায় ৯৫টিরও বেশি সিনেমা ও টেলিভিশন প্রজেক্টে অভিনয় করেছেন। তার আকস্মিক মৃত্যুতে হলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Link copied!