মারা গেছেন চিত্রনায়ক জাভেদ ইলিয়াস

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ০২:১৮ পিএম

মারা গেছেন চিত্রনায়ক জাভেদ ইলিয়াস

জাভেদ ইলিয়াস | ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ডলি চৌধুরী।

ডলি চৌধুরী জানান, ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তাঁকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়েছিল। সম্প্রতি বাসায় রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। হাসপাতাল থেকে একজন চিকিৎসক ও দুজন নার্স নিয়মিত তাঁর চিকিৎসা করছিলেন। বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার হঠাৎ মারাত্মক অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইলিয়াস জাভেদ ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তাঁর নৃত্য পরিচালনায় প্রথম সিনেমা ছিল কায়সার পাশা পরিচালিত উর্দু ছবি ‘মালান’। পরে ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে তিনি অভিনয়জীবন শুরু করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদি’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’ ও ‘সাহেব বিবি’। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Link copied!