বিয়ে করলেন রাফসান-জেফার

শোবিজ ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ০২:৫৫ পিএম

বিয়ে করলেন রাফসান-জেফার

ছবি: কোলাজ/ দ্য রিপোর্ট ডট লাইভ

দীর্ঘদিনের জল্পনা–কল্পনা ও গুঞ্জনের ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে বহুল আলোচিত এই সম্পর্কটি আজ বুধবার আনুষ্ঠানিক পরিণয় পায়।

বিয়ের বিষয়টি রাফসান সাবাব নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।’

রাফসান সাবাব ও জেফার রহমানের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। বিভিন্ন অনুষ্ঠান ও ঘরোয়া আড্ডায় তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের কৌতূহল জাগালেও বিষয়টি বরাবরই ব্যক্তিগত পর্যায়েই রেখেছিলেন তারা। বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অবশেষে সেই রহস্যের অবসান ঘটালেন এই তারকা দম্পতি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের বার্তায় ভাসছেন নবদম্পতি। শোবিজ অঙ্গনের সহকর্মী, পরিচিতজন এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন। 

গত বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে জেফার রহমান ও রাফসান সাবাবকে একসঙ্গে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলের একটি রেস্তোরাঁয় তোলা তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সম্পর্কের গুঞ্জন ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে সময় এক সাক্ষাৎকারে রাফসান সাবাবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জেফার রহমান বলেন, এসব গুঞ্জন নিয়ে তাঁর কিছু বলার নেই।

তিনি আরও বলেন, বিয়ে না করলেও মানুষ তার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছে। তাই এসব বিষয়ে আর কিছু বলার নেই। যার যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা ভাবুক। ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করেন না বলেও তখন মন্তব্য করেন তিনি।

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ জেফার রহমান ও রাফসান সাবাবের শুভ পরিণয়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাদের জীবনের নতুন অধ্যায়।

Link copied!