জানুয়ারি ২৯, ২০২৬, ০২:৩১ পিএম
রণবীর সিং | ছবি: সংগৃহীত
বলিউড সিনেমা ‘ধুরন্ধর’-এ অভিনয়ের জন্য প্রশংসা কুড়ালেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এবার আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা রণবীর সিং। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কর্নাটকের উপকূলীয় অঞ্চলের চৌভুন্ডি দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অবমাননার অভিযোগ তোলা হয়েছে রণবীর সিংয়ের বিরুদ্ধে। বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় এফআইআর দায়ের করেন স্থানীয় আইনজীবী প্রশান্ত মেঠাল।
অভিযোগের সূত্রপাত কয়েক মাস আগে গোয়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে। সেখানে মঞ্চে উঠে ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত সিনেমা ‘কান্তারা’র প্রশংসা করছিলেন রণবীর সিং। এ সময় তিনি সিনেমায় দেখানো চামুণ্ডা দেবীর চরিত্র অনুকরণ করে অভিনয় করেন এবং দেবীকে ‘মহিলা ভূত’ বলে উল্লেখ করেন বলে অভিযোগে বলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। এফআইআরে উল্লেখ করা হয়, হিন্দু দেবদেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে এবং চামুণ্ডা দেবীর অনুকরণ করে অভিনয়ের মাধ্যমে কর্নাটকের ঐতিহ্যবাহী এক দেবীকে অপমান করেছেন অভিনেতা।
এ বিষয়ে ‘কান্তারা’র পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠি এক সাক্ষাৎকারে বলেন, অনুষ্ঠানের সময় দর্শকাসন থেকে তিনি একাধিকবার রণবীর সিংকে চামুণ্ডা দেবীর নকল না করতে অনুরোধ করেছিলেন। তবে অভিনেতা তা শোনেননি। ঋষভ শেঠি জানান, বিষয়টি তাকে অস্বস্তিতে ফেলেছিল, কারণ ওই দৈব সত্তা অত্যন্ত পবিত্র ও সংবেদনশীল এবং স্থানীয় মানুষের বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়েন রণবীর সিং। পরে তিনি এ নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেও বিষয়টির নিষ্পত্তি হয়নি। এফআইআর দায়েরের পর এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেতা।