নাম থেকে ‘খান’ পদবী বদলে ফেললেন রোজা আহমেদ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫৭ পিএম

নাম থেকে ‘খান’ পদবী বদলে ফেললেন রোজা আহমেদ

রোজা আহমেদ | ছবি: সংগৃহীত

ঠিক এক বছর আগে গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের ঘোষণায় চমক তৈরি হয়েছিল। তবে এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের বিচ্ছেদের খবরে হতাশ হন ভক্তরা। বিষয়টি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বক্তব্য দিলেও রোজা আহমেদ এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এমনকি বিচ্ছেদের খবর সামনে আসার পরও রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাহসানের ছবি বহাল ছিল এবং নিজের নামের সঙ্গে ‘খান’ পদবিও রেখে দিয়েছিলেন তিনি। এতে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো সম্পর্ক রক্ষার সম্ভাবনা এখনো রয়েছে।

তবে সাম্প্রতিক এক পদক্ষেপে সেই সম্ভাবনার ইতি টানলেন রোজা আহমেদ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাহসানের সব ছবি মুছে ফেলেছেন তিনি। পাশাপাশি নিজের নামের সঙ্গে যুক্ত থাকা ‘খান’ পদবিটিও সরিয়ে নিয়েছেন।

রোজার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা যায়, সেখানে এখন আর তাহসানের কোনো উপস্থিতি নেই। বিয়ের পর তার ইনস্টাগ্রাম নাম ছিল ‘রোজা আহমেদ খান’, যা পরিবর্তন করে বর্তমানে আবার ‘রোজা আহমেদ’ করা হয়েছে।

উল্লেখ্য, মাত্র চার মাসের পরিচয়ের পর পারিবারিকভাবে গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান রহমান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

Link copied!