বিজয় দিবসে লাল-সবুজের পতাকা নিয়ে ঢাকার আকাশে ঝাঁপ দিলেন ৫৪ জন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০১:৪২ পিএম

বিজয় দিবসে লাল-সবুজের পতাকা নিয়ে ঢাকার আকাশে ঝাঁপ দিলেন ৫৪ জন

ছবি: সংগৃহীত

বুকভরা সাহস আর আকাশ জয়ের প্রত্যয় নিয়ে লাল-সবুজের জাতীয় পতাকা হাতে ঢাকার আকাশে ঝাঁপ দিলেন ৫৪ জন প্যারাট্রুপার। ১২ হাজার ফুট উচ্চতা থেকে একসঙ্গে তাদের এই দুঃসাহসিক জাম্প জাতীয় পতাকা বহনকারী প্যারাট্রুপারদের ক্ষেত্রে বিশ্বে প্রথম নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডের আকাশে এই ঐতিহাসিক দৃশ্য উপভোগ করেন প্রধান উপদেষ্টাসহ আমন্ত্রিত অতিথিরা।

মহাশূন্যতা ভেদ করে একে একে আকাশ থেকে ঝাঁপিয়ে পড়েন ৫৪ জন প্যারাট্রুপার। এই জাম্পের মাধ্যমে সাহস, সক্ষমতা ও পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়, যা ভবিষ্যতেও অনুপ্রেরণা হয়ে থাকবে।

এই কর্মসূচি উৎসর্গ করা হয় সম্প্রতি সুদানে শান্তিরক্ষী মিশনে শহীদ হওয়া ছয় সদস্যের স্মরণে। এ সময় বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর হেলমেটে আঁকা ছিল বিপ্লবী তরুণ শরিফ ওসমান হাদির ছবি।

এর আগে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার নান্দনিক কসরত প্রদর্শন করে। যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুর রাডার ফাঁকি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার কৌশলও তুলে ধরা হয়।

পরে সশস্ত্র বাহিনীর চৌকস ব্যান্ড দল মনোমুগ্ধকর সুরের মূর্ছনায় আমন্ত্রিত অতিথিদের অভিবাদন জানায়।

Link copied!