‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ০১:০৩ পিএম

‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মিস ইউনিভার্স ২০২৫-এর রেশ কাটতে না কাটতেই প্রতিযোগিতার সহ–মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। 

প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। আদালতের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে অ্যান জাকাপং এক থাই প্লাস্টিক সার্জনকে তাঁর প্রতিষ্ঠান জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগ করতে রাজি করান। অভিযোগকারীর দাবি বিনিয়োগের সময় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ আর্থিক দিক গোপন রাখা হয়েছিল এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ ফেরত দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। 

আদালতের ভাষ্য, এটি প্রতারণার স্পষ্ট প্রমাণ, আর রায় ঘোষণার দিনে তাঁর আদালতে হাজিরা না দেওয়া ‘পালানোর চেষ্টা’ হিসেবে বিবেচিত হতে পারে।

মঙ্গলবার ছিল মামলার রায় ঘোষণার শেষ দিন। কিন্তু অভিযুক্ত আদালতে না এলে বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং নতুন তারিখ নির্ধারণ করেন ২৬ ডিসেম্বর।

এ ঘটনাটি সামনে আসতেই থাই গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনেও জাকাপংকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি—অর্থনৈতিক সংকটে থাকা জাকাপং নাকি দেশে নেই, মেক্সিকোয় চলে গেছেন। যদিও তাঁর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।

মিস ইউনিভার্স সংগঠনের অবস্থান
মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে বলেছে, এই আইনি প্রক্রিয়ার সঙ্গে প্রতিযোগিতা পরিচালনা বা দৈনন্দিন কার্যক্রমের কোনো সম্পর্ক নেই।

এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা ব্যাংককে অনুষ্ঠিত হলেও শুরু থেকেই নানা বিতর্কে ঘেরা ছিল। সরাসরি সম্প্রচারের সময় এক পুরুষ সঞ্চালকের আচরণ নিয়ে তীব্র সমালোচনা হয়। ওই সঞ্চালকের অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বোশসহ কয়েকজন প্রতিযোগী মঞ্চ ছেড়ে চলে যান। পরে সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চান সঞ্চালক। ঘটনাটি নজর কেড়েছিল মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামেরও।

উল্লেখ্য, একসময় ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় থাকা মিস ইউনিভার্স প্রতিযোগিতা ২০২২ সালে জেকেএন গ্লোবাল গ্রুপ ২০ মিলিয়ন ডলারে কিনে নেয়। পরে প্রতিষ্ঠানটি এর অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে বিক্রি করে দেয় মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএ–র কাছে।

Link copied!