ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:৩৩ এএম
সুদানের সংঘাতপূর্ণ আবিয়েই অঞ্চলে জাতিসংঘের একটি শান্তিরক্ষী ক্যাম্পে সন্ত্রাসী হামলায় অন্তত ছয়জন বাংলাদেশি সেনা শান্তিরক্ষী নিহত এবং আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শনিবার রাত প্রায় ১০টার দিকে হামলাকারীরা হঠাৎ করে জাতিসংঘের ক্যাম্পে আক্রমণ চালায়। এ সময় ক্যাম্পের ভেতরে ও আশপাশে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে বাংলাদেশি কন্টিনজেন্টের সদস্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
আইএসপিআর জানিয়েছে, আহত শান্তিরক্ষীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
কর্মকর্তারা আরও জানান, আবিয়েই অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশি কন্টিনজেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।