ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:০৭ পিএম
২০২৬ সালের বিশ্বকাপের টিকিট বিক্রির সর্বশেষ ধাপে প্রথম ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৫০ লাখ আবেদন জমা পড়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টের উচ্চমূল্য নিয়ে সমর্থক গোষ্ঠীর তীব্র সমালোচনার মধ্যেও এ বিপুল চাহিদা দেখা গেছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজন হতে যাওয়া ৪৮ দলের এই বিশ্বকাপের জন্য ফিফা ডটকমের মাধ্যমে ২০০টির বেশি দেশ ও অঞ্চলের সমর্থকরা টিকিটের জন্য আবেদন করেছেন।
এর আগে বৃহস্পতিবার, ইউরোপভিত্তিক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) জাতীয় দলের কোটার ভিত্তিতে টিকিট বিক্রি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছিল। সংগঠনটি ফিফার বিরুদ্ধে ‘অতিরিক্ত চড়া’ দামে টিকিট বিক্রির অভিযোগ তুলে বলেছে, এতে সাধারণ সমর্থকদের জন্য বিশ্বকাপ দেখা কঠিন হয়ে যাচ্ছে। এফএসইর দাবি, কাতার বিশ্বকাপ ২০২২-এর তুলনায় এবারের টিকিটের দাম প্রায় পাঁচ গুণ বেড়ে গেছে।
ফিফার তথ্যমতে, প্রাথমিক পর্যায়ে সবচেয়ে বেশি চাহিদা তৈরি হয়েছে গ্রুপ পর্বের হাই-প্রোফাইল ম্যাচগুলো ঘিরে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ২৭ জুন মায়ামিতে অনুষ্ঠিত কলম্বিয়া বনাম পর্তুগাল ম্যাচের জন্য।
চাহিদার শীর্ষ পাঁচ ম্যাচের মধ্যে রয়েছে— ব্রাজিল বনাম মরক্কো, মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর বনাম জার্মানি এবং স্কটল্যান্ড বনাম ব্রাজিল।
স্বাগতিক দেশগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বাইরে সবচেয়ে বেশি টিকিট আবেদন এসেছে কলম্বিয়া, ইংল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও পানামা থেকে।
ফিফা জানিয়েছে, দক্ষিণ ও মধ্য আমেরিকার সমর্থকদের ব্যাপক উপস্থিতি পুরো আমেরিকা মহাদেশে বিশ্বকাপের প্রতি আগ্রহের প্রমাণ। এছাড়া ২৮ বছর পর বিশ্বকাপে ফেরার সুযোগ পাওয়ায় স্কটল্যান্ডের সমর্থকদের আগ্রহও টিকিট আবেদনে প্রতিফলিত হয়েছে।