ডিসেম্বর ৭, ২০২৫, ০৪:২০ পিএম
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রোববার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও গণভোট সংক্রান্ত বিষয় নিয়ে কমিশনের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, “সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এ সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার সময়সীমা নির্ধারিত আছে।”
তিনি আরও জানান, নির্বাচনী কর্মকর্তা আপাতত বেসরকারি ব্যাংক থেকে নেওয়া হবে না। নির্বাচনী সামগ্রী আগের রাতেই পৌঁছে যাবে। স্থান সংকুলান থাকলে একাধিক ভোটকেন্দ্র স্থাপন করা হবে এবং ভোটের সময়ও এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান কমিটিকে বিচারিক ক্ষমতা প্রদান করা হবে বলে উল্লেখ করে ইসি বলেন, “সব দল যদি পোস্টার না সরায়, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু বর্তমান সরকার নির্দলীয়, তাই চলমান প্রকল্প চালু থাকবে। তবে সরকারের কোনো কর্মকর্তা পদে থেকে নির্বাচন করতে পারবে না।”
ইসি আরও বলেন, “ব্যালট আগের রাতে পৌঁছানোতে কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না। আমরা আমাদের দায়িত্ব ও আত্মবিশ্বাসের জায়গায় দৃঢ় রয়েছি।”