ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:২১ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতদের তথ্য দিলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
এই ঘোষণা তিনি সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটি বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে করেন।
উপদেষ্টা জানান, হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে সহায়তা প্রদানকারী যে কেউ এই পুরস্কারের যোগ্য হবেন।
“অনুগ্রহ করে হাদির জন্য দোয়া করুন। তিনি গুরুতর অবস্থায় আছেন। আপনার দোয়ার মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠবেন। আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুক,” বলেন জাহাঙ্গীর আলম।
বৈঠকে ৫ আগস্টের পর জামিনে মুক্তি পাওয়া শীর্ষ অপরাধীদের পুনরায় গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাদের ধরা এবং আইনের আওতায় আনার প্রচেষ্টা চলমান।
হাদির নিরাপত্তা নিয়ে প্রশ্নে উপদেষ্টা আশ্বাস দেন, বর্তমানে কোনো হুমকি নেই এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।