পুলিশ বলছে হাদির ওপর হামলাকারী জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত: রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:৩৪ পিএম

পুলিশ বলছে হাদির ওপর হামলাকারী জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশের পক্ষ থেকে জানা গেছে, হাদির ওপর হামলাকারী জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা তদন্তের আগেই মির্জা আব্বাসের নাম উল্লেখ করেছেন।

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের প্রার্থী এরশাদ উল্লাহ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ অনুষ্ঠানে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগে বিশেষ অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, এবং বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু।

রিজভী বলেন, শুধু একটি প্রশ্নই করবো। ঘটনার একঘণ্টা পরই ফেসবুকে একটি পক্ষ মির্জা আব্বাসকে গ্যাংস্টার বলেছে। এক ঘণ্টা পরই ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না। কই তাদের ওপর তো কোনও ধরনের হামলা হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। দেখা গেছে, সে সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে বসে চা খাচ্ছে। যারা একাত্তরে গণহত্যা ও মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের তো বিবেকবোধ বলে কিছু নেই।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারী জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। রিজভী বলেন, একটি মহল পাঁচ আগস্টের পর মব কালচার তৈরি করেছে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক তারা, এখন যা প্রকাশ হয়েছে। আমরা অবিলম্বে এ ঘৃণ্য হামলার বিচার চাই।

সূত্র: বাংলা ট্রিবিউন

Link copied!