ডিসেম্বর ১২, ২০২৫, ০১:০৬ পিএম
আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগকারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামছেন।
উপদেষ্টা পদ ছাড়ার আগেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। একে একে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তাঁর নাম জড়ালেও শেষ দিকে জোর গুঞ্জন উঠে গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন তিনি। অবশেষে শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় সব গুঞ্জন সরিয়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য।”
ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা–১০ আসনের ভোটারও হয়েছেন তিনি—এ তথ্যও নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ।
এর আগে বেশ কয়েকদিন ধরে আলোচনা ছিল—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে গড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যাচ্ছেন না তিনি। একইভাবে অন্য কয়েকটি দলের নামও শোনা যায়। বৃহস্পতিবার গণঅধিকার পরিষদে যোগদানের গুঞ্জন আরও জোরালো হলে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, “একসাথে রাজনীতি করার ব্যাপারে পজিটিভ আলোচনা আছে, চলছে।”
তবে বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর থেকেই নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেন আসিফ মাহমুদ। অবশেষে সব জল্পনা-কল্পনার ইতি টেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়াইয়ে নামার সিদ্ধান্ত চূড়ান্ত করলেন তিনি।