ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৬:৩৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সারাদেশের ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিনে গণভোটও হবে। 

সিইসির এই ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, আর মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি এবং আপিল শুনানি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।

২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও প্রথমবারের মতো ডাকযোগে ভোট দিতে পারবেন। ইতোমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন বলে ইসি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকারের দায়িত্ব গ্রহণের ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করলো কমিশন।

এর আগের দিন, বুধবার (১০ ডিসেম্বর) নির্বাচন ভবনে তফসিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার-ব্যানারসহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!