ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার একটি খাঁচা থেকে একটি সিংহী বের হয়ে চিড়িয়াখানার ভেতরে ঘোরাফেরা করছে। এ ঘটনা ঘটে আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে। সন্ধ্যা সাড়ে ৬টার সময় পর্যন্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিংহীটিকে নিয়ন্ত্রণে আনতে পারেননি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মঠ এলাকায় থাকা ফিমেল সিংহীটি খাঁচা থেকে বের হয়ে পানির পাম্পের পাশে হরিণের খাঁচার কাছে অবস্থান নিয়েছে। অচেতন করার জন্য কোনো দিক থেকে গুলি করা সম্ভব হচ্ছে না। কর্মকর্তারা নিরাপদ অবস্থান নিয়েছেন; সিংহী নড়াচড়া করলে সেটাকে অজ্ঞান করার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঘটনাটি ঘটেছে বিকেল পৌনে ৫টার দিকে। তখন দর্শনার্থীরা বের হচ্ছিলেন, তাই নিরাপত্তার জন্য সবাইকে দ্রুত বাইরে নিয়ে আসা হয়েছে। যেহেতু চিড়িয়াখানা তখন বন্ধের সময়, দর্শনার্থীরা বুঝতে পারেননি কেন বের করা হচ্ছে। এখন চিড়িয়াখানায় কোনো দর্শনার্থী নেই এবং কোনো দুর্ঘটনাও ঘটেনি।
রফিকুল ইসলাম তালুকদার উল্লেখ করেছেন, খাঁচায় কেবল একটি সিংহীই ছিল। তদন্তের পরে বোঝা যাবে সিংহীটি কীভাবে খাঁচা থেকে বের হতে পেরেছে।
সোর্স: প্রথম আলো