৪১টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠার অনুমোদন দিলো সরকার

বাসস

ডিসেম্বর ৫, ২০২৫, ০৬:৫৮ পিএম

৪১টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠার অনুমোদন দিলো সরকার

ছবি: সংগৃহীত

৪১টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। গত ১ ডিসেম্বর আটটি শর্তের ভিত্তিতে বোর্ডের মাদ্রাসা স্থাপন ও পাঠদানের অনুমতি প্রদান কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি তালিকায় উল্লেখ করা সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার উদ্যোক্তা, সভাপতি ও প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।

শর্তগুলো হলো- স্থাপনের অনুমতি কোনোক্রমেই মাদ্রাসার পাঠদানের প্রাথমিক অনুমতি হিসাবে গণ্য করা যাবে না। পাঠদান আবেদন করার আগে মাদ্রাসার নামে নীতিমালা অনুযায়ী কাম্য পরিমাণে জমির ক্রয় করে নামজারি করতে, ওই জমিতে স্থাপনা নির্মাণ করে পাঠদান উপযোগী করতে হবে। মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। সংরক্ষিত ও সাধারণ তহবিলে যথাক্রমে ন্যূনতম মফস্বল এলাকায় ৭৫ হাজার ও ২৫ হাজার, শহর বা পৌর এলাকায় এক লাখ ও ৩০ হাজার, সিটি কর্পোরেশন এলাকায় এক লাখ ৫০ হাজার ও ৫০ হাজার টাকা ব্যাংকে জমা থাকতে হবে।

এছাড়াও ব্যক্তি নামীয় মাদ্রাসার ক্ষেত্রে যথাক্রমে ন্যূনতম মফস্বল এলাকায় ১০ লাখ, শহর বা পৌর এলাকায় ১৫ লাখ ও সিটি কর্পোরেশন এলাকায় ২০ লাখ টাকা ব্যাংকে জমা থাকতে হবে। পাঠাগারে মফস্বল এলাকায় ৫০০টি, শহর বা পৌর এলাকায় ৭৫০টি, সিটি কর্পোরেশন এলাকায় এক হাজারটি পুস্তক থাকতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ক্ষেত্রে প্রচলিত নীতিমালার অন্যান্য সব শর্ত মেনে চলতে হবে এবং কোনো শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে বোর্ড বা সরকার যেকোনো সময় এ অনুমোদন বাতিল করতে পারে। দাখিল করা কোনো তথ্য ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট মাদ্রাসার স্থাপনের অনুমতি বাতিল বলে গণ্য হবে।

Link copied!