ডিসেম্বর ২, ২০২৫, ০২:১০ পিএম
ছবি: সংগৃহীত
আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের ৩০ শতাংশ ভোটার বিএনপিকে এবং ২৬ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। দুই দলের ভোটসমর্থনের ব্যবধান মাত্র ৪ শতাংশ।
মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি–ঘনিষ্ঠ এই অলাভজনক প্রতিষ্ঠানটি তাদের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের মাধ্যমে জরিপটি পরিচালনা করে। একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সিএপিআই পদ্ধতিতে সরাসরি সাক্ষাৎকার নিয়ে তথ্য সংগ্রহ করে।
জরিপে অংশ নেন ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী মোট ৪ হাজার ৯৮৫ জন উত্তরদাতা। দেশের আট বিভাগের ৬৪ জেলার মধ্যে রাঙামাটি ছাড়া বাকি ৬৩ জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়। জরিপটির আস্থার মাত্রা ৯৫ শতাংশ এবং নিশ্চয়তার ভিত্তিতে ১ দশমিক ৪ শতাংশ এদিক-সেদিক হতে পারে।।
জরিপ ফলাফলে আরও দেখা যায়, একই শর্তে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দেবেন ৬ শতাংশ ভোটার। জাতীয় পার্টিকে সমর্থন করবেন ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৪ শতাংশ ভোটার। অন্য দলগুলোর প্রতি সমর্থন মিলেছে ৮ শতাংশ।
বিশ্লেষকেরা মনে করছেন, বিএনপি ও জামায়াতের সমর্থন খুব কাছাকাছি থাকায় ছোট দলগুলো এবার ‘গেম চেঞ্জার’ হতে পারে। বিশেষ করে এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের ভোট যে কোনো জোটের পাল্লা ভারী করে দিতে সক্ষম। তবে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থায় ভোটে জনসমর্থন কাছাকাছি হলেও কোনো দল আসনে বড় ব্যবধান তৈরি করতে পারে বলেও তারা উল্লেখ করেন।