শান্তি চুক্তির ৩ সপ্তাহর মাথায় আবারও ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১২:২৭ এএম

শান্তি চুক্তির ৩ সপ্তাহর মাথায় আবারও  ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

রাজধানীর তিন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সম্পাদিত শান্তিচুক্তির ২৩ দিন পর আবারও সংঘর্ষে জড়িয়েছে ধানমন্ডি আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ, তবে তাদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী একই বাসে যাত্রাকালে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়ায়। পরে বিষয়টি নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে ঢাকা কলেজ সংলগ্ন উত্তরা ব্যাংকের সামনে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীদের পরিচালিত বেশ কয়েকটি পেজে উসকানিমূলক পোস্ট ছড়িয়ে পড়ায় সংঘর্ষ আরও তীব্র হয়। তবে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ বলছে, তুচ্ছ ঘটনাকেই কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত।

এ বিষয়ে নিউমার্কেট থানার পরিদর্শক মোহাম্মদ হাফিজ বলেন, ‍‍`ঢাকা-আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একই বাসে করে তাদের নিজস্ব গন্তব্যে যাচ্ছিল। পরবর্তী সময়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। তখন আমরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি অনুকূলে আনি ও সবাইকে নিজ নিজ ক্যাম্পাসে পাঠিয়ে দেই। এখন শান্তিচুক্তির মাধ্যমে গঠিত ৯ সদস্যের কমিটির সহায়তায় বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্টা চলছে।‍‍`

উল্লেখ্য, তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত সংঘর্ষের প্রেক্ষিতে গত ৯ নভেম্বর পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে তাদের মধ্যে মৌখিক শান্তিচুক্তি হয়। সে সময় শিক্ষার্থীরা ফুল ও মিষ্টি বিনিময় করে একে অপরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন এবং ভবিষ্যতে কোনো সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দেন।

Link copied!