নভেম্বর ২৮, ২০২৫, ০৫:১০ পিএম
ছবি: বাফুফে
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬-এর মূলপর্বে ওঠার লক্ষ্য এখন বাংলাদেশের আরও কাছে। আজ শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে পরাজিত করে লাল-সবুজের কিশোররা ধরে রেখেছে মূলপর্বের আশা।
বাছাইপর্বে এটি বাংলাদেশের টানা চতুর্থ জয়। ‘এ’ গ্রুপে এখন স্বাগতিক চীনই বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী। তারা ইতোমধ্যে তিন ম্যাচে তিন জয় পেয়েছে। সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে চীন—যাদের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছিল ৫-০ ব্যবধানে।
লঙ্কানদের বিপক্ষে চীন জয় পেলে মূল লড়াই গড়াবে শেষ ম্যাচেই, যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও চীন। ওই ম্যাচে যে দল এগিয়ে থাকবে, তারাই নিশ্চিত করবে এশিয়ান কাপের মূলপর্বের টিকিট।