নভেম্বর ২৫, ২০২৫, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত
সরকারি কলেজগুলোর মান উন্নয়ন ও শ্রেণিবিন্যাস নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক সুবিধার জন্য সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই শ্রেণিবিন্যাসে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সাবসিডিয়ারি), স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ের কলেজগুলো অন্তর্ভুক্ত। দেশে মোট ৭০৮টি সরকারি কলেজ রয়েছে।
এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে ৮১টি কলেজ, যেখানে শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্সের বিষয় ১০টির বেশি।
‘বি’ ক্যাটাগরিতে রয়েছে ৭৪টি কলেজ, শিক্ষার্থীর সংখ্যা ৪,৫০০ থেকে ৮,০০০ এবং অনার্সের বিষয় ৫টির বেশি।
সবচেয়ে বেশি কলেজ রয়েছে ‘সি’ ক্যাটাগরিতে, এখানে ৪৪৬টি কলেজ অন্তর্ভুক্ত, শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪,৫০০ এবং অনার্সের বিষয় ১ থেকে ৪টি পর্যন্ত।
এবং ‘ডি’ ক্যাটাগরিতে ১০৭টি কলেজ রয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ আছে।