ডিএমপির ৫০ থানার ওসি বদলি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৫:০৮ পিএম

ডিএমপির ৫০ থানার ওসি বদলি

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীন ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়। আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত স্থানে বদলি বা পদায়ন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সারা দেশে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত ৫২৭ জন পুলিশ কর্মকর্তার তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানায় লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়নি, কারণ এসব থানায় ওসি পদায়নের দায়িত্ব সংশ্লিষ্ট কমিশনারদের ওপর ন্যস্ত।

সারা দেশে পদায়নের পরিসংখ্যান

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, রেঞ্জভিত্তিক ওসি পদায়নের সংখ্যা—

  • ঢাকা রেঞ্জ: ১৩ জেলা, ৯৮ থানা
  • চট্টগ্রাম রেঞ্জ: ১১ জেলা, ১১১ থানা
  • খুলনা রেঞ্জ: ১০ জেলা, ৬৪ থানা
  • ময়মনসিংহ রেঞ্জ: ৪ জেলা, ৩৬ থানা
  • বরিশাল রেঞ্জ: ৬ জেলা, ৪৬ থানা
  • সিলেট রেঞ্জ: ৪ জেলা, ৩৯ থানা
  • রাজশাহী রেঞ্জ: ৮ জেলা, ৭১ থানা
  • রংপুর রেঞ্জ: ৮ জেলা, ৬২ থানা

সদর দপ্তর জানায়, সারা দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি, যার মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি থানা রয়েছে।

Link copied!